যায় হারিয়ে ছোট্ট বেলা বড় হওয়ার লোভে
যেমন হারায় দিনের আলো সন্ধ্যা রবি ডুবে
হায়রে আমার ছোট্ট বেলা
হায়রে অথৈ রঙের মেলা!
সে যে গেলে আর এলে না কিসের অভিমানে।।
ডাংগুলি আর গোল্লা ছুটে কত রকম খেলা
দলেদলে খেলার ছলে যেতো কেটে বেলা
সবই এখন ঘুরছে চাকা
সবি আছে তবু ফাঁকা
চার দেয়ালে বন্দি হয়ে কেউ না কারো জানে।।
স্বাদ করিলে যায়না পাওয়া আম কুড়ানো র সুখে
অচেনা এক দুঃখ এসে অশ্রু ঝরায় চোখে
হায়রে আমার অবুঝ বেলা
মায়ের সোহাগ বুকে চলা
ভাবছি যতই যাচ্ছে সময় সন্ধ্যা রবির টানে।।