রূপালী পাখিরে তোর ডানায় কত জল
টলমল টলমল, টলমল টলমল
শুধু করেই টলমল
তোর ডানায় কত জল-2
নয়নে কাজল দিয়ে
মাথাতে ঘোমটা দিলি
তোর রূপ করে ঝলমল
তোর ডানায় কত জল -ঐ
হাতেতে কাকন পরে
পায়েতে আলতা দিলি
তোর হাসিতে যেন মুক্তা ঝরে পড়ে
তোর রঙ্গিন ডানার জলে-ঐ
পরীরা নৃত্য করে
ভালোবাসার পাখা মেলে,
নূপুরের শব্দে শুধু ঝুমুর ঝুমুর করে
তোর ভালবাসার জলে। -ঐ