ও জীবন রে
তোর নদীতে কতই দুঃখে জল
টল মল টল মল
শুধু করে টল মল,
ও জীবন রে তোর নদীতে কতই দুঃখে জল


সুখ নামে ঐ ময়না পাখি
উড়াল দিলে জীবন মাটি
কেমন করে রাখবো ধরে তারে
ও জীব রে
তোর নদীতে কতই দুঃখে জল


ভালবাসার মানুষ নাকি
সোনা রূপার চেয়ে ও খাটি
স্বার্থ শেষে কোথায় চলে যায় সে
ও জীবন রে
তোর নদীতে কতই দুঃখে জল


সকাল দুপুর সন্ধা সাজে
হরেক রকম দুঃখ আসে
অভাব নামের রেল গাড়ি টি  ব্রেক ছাড়া চলে
ও জীবন রে
তোর নদীতে কতই দুঃখে জল