মরমী গান।ছন্দ মাত্রা বৃত্ত ৬/৬/২
নিত্যানন্দ রায়।
সোফা কাম বেড বসাইলি ঘরে
মকমলের চাদর।
কাঠাইলা দিন অনিত্য ধনের
ও তুই, করে সমাদর।।
মুল্লুক ছড়িয়ে করলি রে তুই
কত জমিদারী।
আসবে যখন ওপারের ডাক
যেতে হবে ছাড়ি।
বাঁশ বাগানের মাটির নিচে রে
হইবে তোমার ঘর।।
কোথায় দরজা কোথায় জানলা
কিসে খুজে পাবি।
শেষ বিচারের বন্ধি শালায়
শুধুই পস্তাবি।
থাকতে সময় পাগল নিতাই
পারের সম্বল কর।।