এক দিন তোমার সবে পরে রবে,
            মাটির খাঁচা মাটি খাবে।
যে দিন খাঁচা ছেরে প্রানো পাখি
            উড়াল দিয়া যাবে।।
            


        জংলা পাখি পোষ মানেনা
                  সে মানেনা বারণ,
        সময় হলে যাবে চলে
                  না জানিয়ে কারণ।
ও রে ফুল বিছানা পরে রবে
               কিছু নাহি খাবে।।


         মিছে মায়ার গড়ি সংসার
                  শূন্য বালু চরে,
         সমন হইয়া ভাংগে সে ঘর
                 কাল বৈশাখী ঝড়ে।
                 স্ত্রী সন্তান ভগ্নি ভ্রাতা
       কেউ নয় দুঃসময়ের ত্রাতা।
          আপন কর্ম ফল ছাড়া কে
                তোমায় বাঁচাবে।।


          হাত পা চক্ষু কর্ণ জিহ্বা
                 নাসিকা ও উদর,
               উপস্থ মৈথুনের সেবায়
                তোমার নিশি হয় ভোর।
           অধম নিতাইর দিন যে গেল
                   ত্বত্ত জ্ঞান অভাবে,
          আত্মা ছেরে দেহের মায়া
                    রইলো স্বভাবে।