আধুনিক গান।নিত্যানন্দ রায়।
ছন্দ স্বরবৃত্ত।মাত্রা৪/৪ /২
সব কিছু ভুলে থাকা যায়
শুধু তোরে ভোলা না যায়
ওরে প্রানের ময়না রে।।
বড় শূন্য শূন্য লাগে রে,
বড় একা একা লাগে রে।
দিনে রাতে যখন তখন
ওরে আমার ময়না,
ছিলাম আমি হয়ে তোর
ঐ না গলার গয়না।
পাঁজর ভাঙার ব্যাথা এখন
প্রানে সয় না রে।।
মাঝ নিশিতে ফুটে যে ফুল
প্রভাতের আশায় হয়ে ব্যাকুল।
বুকের খাঁচা শূন্য করে
কেন বন্ধু রইলি দুরে,
দিবানিশি খুজি তোরে
বন জঙ্গলে ঘুরে।
একটু খানি দয়া রে তোর
হয় না অন্তরে।।