সংসার আমার ভাল লাগেনা
আমি কি করি এখন।
পাখি যদি হইতাম উড়ে
যাইতাম বৃন্দাবন।
সংসার জ্বালা বরই জ্বালা
জানে যে পরেছে মালা।
ফাঁসির দড়ি গলায় পরে
জেল খানার কয়েদি যেমন।।
কানের সোনা কান কাটিলে
কষ্ট তারে কয়না-
আপন মানুষ দুরে গেলে
দুঃখ প্রানে সয়না।
আমার আসবে সেদিন কোন ক্ষনে
যাবো মধুর বৃন্দাবনে
যার লাগিয়া পাগল হইল
উদাস নিতাইর বাউল মন।।