আধুনিক গান।ছন্দ মাত্রাবৃত্ত।৮/৭
নিত্যানন্দ রায়।
রিমি ঝিমি বরষায় বৃষ্টি নূপুর পায়,
কে এলো এলো রে আজ মনের দরজায়।
সন সন করে বন মন মম উচাটন,
হিমেল হাওয়ায় শিহরণ লাগে গায়।।
পলাশ পারুল বনে ডাকিছে ঐ পাপিয়া
প্রিয়ার পরশে প্রেমা দুই কূল ছাপিয়া,
বিজলী চমক লেগে আলোকিত শরীর।
খোলা বাতায়ন পানে মন ঘন ঘন চায়।।
দু্র্বাদল কালো মেঘ আর ও আঁধার রাতি,
আশিকি নেশায় পরে অবিরাম মাতা মাতি।
এমন ক্ষনে মনের উদাস গগণে তাঁরা
ঝিকিমিকি আলো জ্বলে হয়ে পগল পারা।
প্রেয়সীর প্রেমলীলা সাগরের উর্মীলা,
প্রেমের তরঙ্গ যেন উজানের দিকে ধায়।।