ওরে মন কথা শোন
যাবু কবে বৃন্দাবন
তুই হলু মোর পরম দয়ালু।
তুই দরদী দয়া করে
আশার বাসায় ঘুমের ঘোরে
নিশি রাইতে স্বপ্ন দেখালু।।
আছে, সোনা মানিক টাকা করি
তোক বান্ধিবার নাইরে দড়ি
কাম দড়িয়ায় ফেলে দিয়া
ও রে রসের হাড়িত চুবালু।।
ওরে কিসের বাড়ি কিসের ঘর
কেবা আপন কেবা পর
চোখ বুজিলে সবে দেখায় অন্ধকার
বুঝি আসা যাওয়া হইবে সার
না জানিয়া কুপথে পা বারালু।।
ওরে হারাইলে দেহের বল
কি করিবে চোখের জল
নিতাই মায়য় পরে দুর্লভ জনম
অব হেলায় হারালু।।