মরমী গান। ছন্দ স্বরবৃত্ত ৪/৪/৪/২
নিত্যানন্দ রায়।
মনের সাথে মন বান্ধিলাম
রশিক না চিনিয়া
খাঁটি সোনা বদল করে
ঠকলাম রাং কিনিয়া
ভূল করেছি আমি তারে
বুকে যায়গা দিয়া।।
মুখের কথা বিস্বাস করে
ভালবাসি তোরে
সাদা মনে কাঁদা লাগাই
মুচকি হাসির জোরে।
এখন,আমায় ভুইলা অন্য জনায়
করিলি রে বিয়া।।
জানতাম যদি ঐ হাসিতে
ছিল রে বিষ মাখা
করিতাম না এমন পিরিত
থাকিতাম রে একা।
এখন, দিবানিশি চোখের জলে
যায়রে বুক ভাসিয়া।।
অনেক আশার ভালবাসা
গেলিরে ভূলিয়া
বিনি শুতার গড়া বাঁধন
গেলিরে খুলিয়া।
সাথি হারা পাখির মতন
নিতাই, বেড়ায় রে কান্দিয়া।।