জন্ম দিল মাতা পিতা
কেউবা দিল নাম,
কিসের এতো বরাই কর
কি আছে তোর দাম।
মনরে.
যেটুকু তোর আদব কায়দা
তাও করিলি ধার,
নিলি গুরুর কাছে শিক্ষা দীক্ষা
তবু মিথ্যা অহংকার।
আমি আমার আর করিস না
ভেবে চিন্তে থাম।।
মনরে.
মরবি যখন যাবি তখন
পরের কাঁধে চরি,
কেউ হবেনা সঙ্গের সঙ্গী
যেদিন যাবে মরি।
সংসার ছেরে যাবি রে তুই
হয়ে খালি খাম।।
মনরে.
দুহাত দিয়ে সারা জনম
করলি রে অর্থ উপার্জন,
শেষের দিনের ধার ধারলিনা
ওরে অবুজ মন।
পাগল নিতাই কান্দে সদাই
নিতে দয়াল নাম।।
মনরে.