ভাওয়াইয়া ছন্দ স্বরবৃত্ত ৪/৪/১
নিত্যানন্দ রায়।
ওমুই, ঘরের কতা পরের কাচোত
কেমন করি কও,
মুই নিত্যাঙ বেইচ্ছাটার মাতার
উকুন দেখি দেও।
হামরা আছি হামার মতন
যতয় থাউক অভাব অনটন
ওমার কেনে চউকেতে না শয়।
ওরে মুই বেলে টেংশিয়া মানুষ
বেইচ্ছাক ডাংগাও,
বৌওক, শশুর বাড়ী পেটেদিয়া
শাশুরিক ভাংগাও।
খরচখালা করও না কর ও
জাইম্মা ফেলে খাবার ধরো।
সেইলা কতা ভাগিগুষ্ঠি কয়।।
হাৃমার বাড়ীত যদুউক আইসেন
তেকোন্নি তোমরা দেকির পাইমেন
কত সুকোত আছি দোনোজনে।
ওমার হচু চৌকের কাটা
মোক করিবে ঝাড়ুপিটা
ফাসার ফুসুর শুনি নাগে ভয়।।
তোমরা ইলা কোটে গেইনেন
সোবায় আসি দেকি যাইমেন
ওমরা কেনে হাকাউ দুন্নাম দেয়
চাইর কোনা হাত একটে করি
মিলিমিশি সংসার করি।
তাতে ওমার কিসের অন্যায় হয়।।