ফুল কলিরে ফুল কলি
ভেবে দেখো যা বলি
মধুর লোভে দুষ্ট ভোমর
ঘুরছে রে অলি গলি।
মধু বনের চারিদিকে
ভেঙ্গে দিলো ব্যারা
নয় কখনো ফুলের প্রেমী
দুর্বৃত্ত তারা।
ফুলের সুবাশ নেয়না তারা
সূরার নেশাতে বিভোর
বিরান ভূমি হইল বাগান
নিরবে চেয়ে রয় মালী।।
ফাগুন বনে ভীড় করেছে
পাগলা হাতির পাল
ভেঙ্গে চুরে গুড়িয়ে দিল
পুস্প সমেত ডাল।
দেখে, ভেল্কি হেসে বুড়ো বাদর
হাতে তে মারে তালি।।
খালে বীলে বাস করিত
রাঘব বোয়াল যত
টেংরা পুটির হুলে দহন
হচ্ছে অবিরত।
উল্টো বিদ্যানেরা পাচ্ছে সাজা
দেখে নির্বাক বাঙ্গালী।।