মাটির গান।     কথা ওও সুর,
নিত্যানন্দ রায়।৩০/৪/২০ইং


ভাই রে,দুঃখ রাখার যায়গা নাই,
কষ্ট বলার যায়গা নাই।
লক্ষ টাকা খরচ করি আমি
সবজি ক্ষেত লাগাই।।


এনজিও তে লোন করিলাম
যা ছিলো হাতে করি।
লাভের আশায় স্বপ্ন লইয়া
রইলাম মাঠে পরি।
টাকার চাপে ভূল করিলাম
বেইচা দিলাম দুধের গাই।।


ভাই রে,লকডাউনের কবলে পরে
ক্ষেতের ফসল যাচ্ছে ঝরে রে......।
বিরম্বনায় দিন কেটে যায়
বিক্রি বাটার যায়গা নাই।।


আমার মত আছেন যত
অসহায় কৃষক চাষি।
ফসলের চিন্তায় ঘুম আসে না
মুখে নাই তার হাসি।
করোনার সাথে যুদ্ধ ছেরে মোরা
মরার আগে মরে যাই।।