আধুনিক গান।
        নিত্যানন্দ রায়।


রাতের তারা আজ দিয়েছে ঘুম
মেঘে মুখ চাঁদ ঢেকেছে লজ্জায়।
জোনাকিরা আজ সাজায় বাসর
বধু রে দিয়েছে ফুল সজ্জায়।।


সানাই সুরে সুরে অবনী
জড় সড় বুক ধুক ধ্বনী
দখিণা সমীরণ মাখিয়া শরীরে
তরো তরো বাজে ধব্জায়।।


চৈত্রের খর তাপে মাটি যেমন
গ্রীষ্মে  ভেজার মত হয়েছে মন।


কেন, নিশি দিন এক আজ হলো না
চলে যাবে এ কথা টি ওগো বলো না।
ঘামের গন্ধ যেন মহুয়া বন ছাড়িয়ে
কালো কেশে  বিজলী গর্জায়।।