মরমী গান।ছন্দ স্বরবৃত্ত ৪/৪/৩
নিত্যানন্দ রায়
আমার, মন শুধু তারে পেতে চায়,
যার লাগি এক তাঁরা হাতে।
ঘুরি ভবের পাড়া গাঁয়।।
দিব্যজ্ঞানী নই তো আমি
চিনি না রে জগৎ স্বামী।
কাটাইলাম দিন করি পগলামি।
ধরি নাই রে সাধুর পায়।।
কামিনী কাঞ্চনে পরে,
কত রবে মায়ার ঘোরে।
মানুষ গুরুর চরণ ধর,
গুজ্য তত্ব সাধন কর।
নইলে শেষে পস্তাবি হায়।।
করিস না কু পথে গমন
পিছনে তোর আছে সমন।
সাধ্য বস্তু সাধন বিনা
নিতাই,নাই তোমার পাওয়ার উপায়।।