আগের দিন তো ভালই ছিলো
চিঠি দিত ডাক পিয়ন
মনের জ্বালা বারাইতে
কে আনিলো মোবাইল ফোন।
মরি হায় হায়
মোর ভালোবাসার কথা আগে
ইন্টারনেটে পায়।।


চিঠির আশায় দিন কাটিত
রাত কাটিতো কাগজে লিখে
আবেগ অনুভুতি এখন
হয়ে গেছে অনেক ফিকে
মরি লজ্জায়!
সব কথা কি মুখে বলা যায়।।


একটু হলে মান অভিমান
মেসেঞ্জারে  চলে প্রশ্ন বান।


বালোবাসায় লুকোচুরি
যেন মজার ঝালমুড়ি
যখন তখন ফোন কলেতে
হয়ে গেছে অনেক তিতে
মুহুর্তে সব বাতাসে উড়ায়
দুঃখে পরাণ যায়!
সুর আসেনা দুটি মন বিনায়।।