এ কোন জ্বালায় জ্বলছি আমি
নিজেকে নিজেই দিয়া ফাঁকি
ধুকে ধুকে জনম গেল
দিবানিশি ঝরে দুটি আঁখি।।


যার লাগিয়া জনম নিলাম
জগতের ভিতর
তার বিচ্ছেদে দিন রজনী
পোড়াই এ অন্তর
কবে মিলন হবে আত্মার সনে
আমার সুয়া চান পাখি।।


যেদিক তাকাই মায়ার আবরণ
ভেদ করিতে সাধ্য নাইতো
না চিনে চরণ
মিথ্যা হলো আসা যাওয়া
পালে লাগে উল্টো হাওয়া
অসময়ে করি ডাকাডাকি।।


প্রেম বরষায় শীতল করে মন
ভক্তি বৃক্ষ বপন করো
হবে বৃন্দাবন
ডুবে তম অন্ধকারে
ডাকি তোমায় বারে বারে
দয়াল পদে নিতাই মাথা রাখি।।