কি করে বলবো আমি তোমাকে ভালো বাসি
সকাল হলে দেখতে পাই তোমার মুখের হাসি


ভালো বাসার কথা বলবো না তোমাই আমি হারাবো না
এক দিন যদি না দেখি মন হয়ে যায় উদাসী


জীবন নদী পারি দিতে বসে আছি কিনা রাতে
আমি হলাম নায়ের মাঝি তুমি সাহসী