আমি জিহাদ মনি গুল খাই না খাই একটুখানি
প্রথম দিন খেয়েছিলাম করে ছিলাম বোমি
এই কথাটি আজও আমার মনে পড়ে জানি
নেশার পাল্লায় পড়েছে যারা জীবন যুদ্ধে পরাজয় তারা
নেশা হলো সর্বনাশা মানুষ জীবনে দুর র্দশা
এই কথাটি আমরা সবাই মানি
তাইতো মোরা শপথ করি
নেশা মুক্ত জীবন গড়ি
সুস্থ সবল মানুষ হবো
বাচার মতো আমরা বাঁচবো
ত্রিভুবনে আমরাই আদর্শ বাণী