সবুজ পাতা সবুজ চারা বীজ রুপন করে কৃষক যারা
মাটি করে নেয় কাঁদো ভরা শাড়ি শাড়ি বুনন করেছে তারা
উৎসাহ মনে কমতি নাই হাসি মনে ফসল ফলাই
দিনে দিনে বড় হয় সবুজ চারা মাঠ হয়ে যায় ধানে ভরা
কৃষকের কাছে আমরা ঋণী খাদ্য উৎপাদন করে তারা জানি
মানুষকে অন্য দেয় তারা কাঁদো আর মাটিতে জীবন গড়া