পচে গেছে গন্ধ
পচে গেছি গন্ধ,যে যাই বলুক মন্দ
আমার মাঝে,জেগে থাকবে আনন্দ
সুরে সুরে গাইবো যে গান
আসুক না ঝড, হাওয়া তুফান
কখনো মনে রাখব না
কেউ করে থাকে অপমান
হৃদয়ের চোখ দিয়ে দেখ না একটু তাকিয়ে
ভুল বুঝে আমাকে,করোনা আর অপমান
পচে গেছে গন্ধ
পচে গেছি গন্ধ,যে যাই বলুক মন্দ
আমার মাঝে,জেগে থাকবে আনন্দ
সুরে সুরে গাইবো যে গান
আসুক না ঝড, হাওয়া তুফান
কখনো মনে রাখব না
কেউ করে থাকে অপমান
হৃদয়ের চোখ দিয়ে দেখ না একটু তাকিয়ে
ভুল বুঝে আমাকে,করোনা আর অপমান
ছন্দ: জানা নেই
গানের লিরিক্সটির ওপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this lyrics.
এখানে এপর্যন্ত ৮টি মন্তব্য এসেছে।
কদম গাছের ডালে
কদম গাছের ডালে মন খুশিতে দোলে
গাছের ডালে দোলনা বেধে দুলছি কত খেলে
আমি আগে দুলবো, তুই পরে দুলবি
না না না তা হবে না টর্চ করে জিতে নিবি।
দোলনার তালে তালে সব কিছু যাই ভুলে
সেদিনের ধেলাধুলা কোথায় গেল হায়
আজ দেখি মোবাইলে দিন চলে যায়।
মা বাবা কথা বললে উল্টা পথে চলে।
সৃষ্টিকর্তার সৃষ্টি
সাগর নদী বৃষ্টি
পাহার থেকে ঝরনা নামে
মুগ্ধ নয়ন দৃষ্টি।।
যদি ঝরনার কথা বলি
হাজার বছর ঝরছে তবু
শেষ হয় না থলি।
দিয়েছে সৃষ্টিকর্তা জগত
রক্ষা করার দৃষ্টি।।
পাহাড়ের পানি এসে হয়ে যায় ঝরনা
বৃষ্টির পানি নদীতে হয় বন্যা
পানি নদী, নদী পাহার মানুষকে
রক্ষা করার দৃষ্টি।।
স্বাধীনতা মাস
সোনালী আকাশ
সূর্য ওঠার ইতিহাস
লাখো শহিদের
রক্তে ভেজা
কষ্টের শ্বাস-নিঃশ্বাস।।
পচিশে মার্চ কালোরাতি
খাবতে গেলেই হই ক্লান্তি
বাংলার মাটি রক্তে ভেজা
কষ্ট দেয় আভাস।।
এদেশের স্বাধীনতা
জেগে ওঠে শহিদের স্মৃতিকথা
শহিদ স্মৃতির অনুকূলে
হৃদয় করে প্রকাশ।।
========================
জীবন তো ভাবনার তরী
বইতে বইতে দিগন্ত দিবো পাড়ি।
একদিন ক্লান্ত হয়ে যাবো
ডুবে যাবে সেই তরী।।
কাঁদবে কত যে প্রিয়জন
কিছুদিন চলে গেলে হয় না প্রয়োজন।
কারো মনে জেগে ওঠে কিছুক্ষণ হয়ে থাকে মন ভারি।।
সম্পদের অংশীদারী
দাঁড়িয়ে থাকবে সারি সারি
পাপের বোঝা হয়েছে ভারি ভাগ নেবে না কেউ তারি।।
=========================
আমরা ডিজিটাল যুগের মেয়ে
উচ্চ অফিসার প্রধানমন্ত্রী দেশ তো যাবে এগিয়ে।
যোগ্যতা নিয়ে করবো কাজ
সুন্দর মধুময় হবে সমাজ
মানুষের কল্যাণে এগিয়ে যাবো দিবো হাত বাড়িয়ে।
মানুষগুলি হবো সাদাসিধা
থাকবে না আমাদের কোন দ্বিধা
ছেলেমেয়েরা যৌথভাবে দেশের উন্নয়র দেখবো চেয়ে।।
নতুন প্রজন্মরা মহাখুশি
মানুষ মানুষকে ভালোবাসি
সকল শ্রেণির মানুষগুলি মায়া মমতায় থাকবে ছেয়ে।।
==========================
তুমি চাঁদ তুমি তারা
তোমাকে ছাড়া আমি দিশাহারা
ভালো যদি না বাসো আমি সর্বহারা।
চাঁদের পানে তাকিয়ে দেখি তোমার ওই মুখ
এরই মাঝে খুঁজে পাই এই জীবনের সুখ।
মেঘের আড়াল চাঁদ হলে
আমি হই আত্মহারা।
আকাশের তারা ঝিকিমিকি জ্বলে
তাকিয়ে দেখে আমি সব যাই ভুলে
তারার মাঝে খুঁজে পাই
ওই ইশারা।।
==========================
ঘুমিয়ে আছে মা- কথা বলবে না
আর কখনো সে আর ফিরে দেখবে না।
তোরা কেউ মায়ের সামনে কাঁদবি না
কষ্ট পাবে আমার মা বলতে পারবে না।
মা আমার অভিমান করেনি
এভাবে ঘুমিয়ে যাবে বুঝতে পারিনি
তোমার ছেলে কাঁদছে মা ফিরে দেখো না।।
তোমায় নিয়ে রাখবে মা মাটির ঘরে
এই কষ্ট বইছে বুকে সইবো কেমন করে।
তোমায় ছাড়া আমি মা বাঁচতে পারবো না।।
========================
জাগরণে জাগো
তরুণ প্রজন্মেরা আরো
তোমাদের উন্নত জীবন দেখবো আমরা আরো।
উন্নত দেশের কাতারে দাঁড়িয়েছে আমাদের দেশ
বাঙালিরা গড়তে জানে সুন্দর মধুময় পরিবেশ
তোমাদের আলোময় জীবন আমরা দেখবো আরো।।
ষ্মার্ট বাংলাদেশ হয়ে যাবে অবশেষ
সারা পৃথিবীর মানুষ বলে সাবাস বাংলাদেশ
উন্নয়নে ভরে যাবে আমাদের দেশটা আরো।।
গীতিকবি কিংবা গানের কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find lyricists or lyrics listed in this website.