নদীর ধারে বাঁকা পথে
হাঁটতে ইচ্ছে করে
নদীর তীরে বইছে পানি
দেখতে ইচ্ছে করে


এত আলোরন দিব উদাহরণ
কেমন করে


উচু থেকে পানি নিচে পরে
পাথরে লেগে ছিটকে পরে
মনে হয় ডিগবাজি দিচ্ছে
দিবা রাতি যে দেখে
সেই ভুলতে পারে


নদীর আকাশের সন্ধ্যা বেলা
পাখিরা যাচ্ছে উড়ে
আহার খেয়ে অবশেষে ফিরছে তারা ঘরে
আটল পরিশ্রম এ জীবন তাদের
নিজেরাই রক্ষা করে