মধুর সুরে ডাকত আমার মা
আদর করে চলে গেছে কন্ঠ আমায় ছেড়ে
স্মৃতি গুলো মনে পড়ে
তোমাকে হারিয়ে আমি দিশেহারা
খোকা বাবু যাস না একটু দাঁড়া
তাকিয়ে দেখি নেই আর তুমি দুই চোখে অশ্রু ঝরে
আমায় পৃথিবী ছেড়ে যেতে হলে
এসো মা শেষ নিঃশ্বাস এর সময় এলে
সেই মমতায় ডেকো আমায় আয় বাবা আমার কোলে