হায়রে ফেব্রুয়ারি তোমার কথা মনে হলে বুক হয়ে যায় ভারী
কান্নায় কেঁদেছিল মানুষ হয়েছিল বেহুশ
বিদায় মাঝে যাগে অনুভব মন হয়ে যায় ভাড়ি


সকাল বেলা নিয়েছিল বিদায়
তোমার ভাষা মা আমরা করবো আদায়
সেই তুমি চলে গেলে আর ফিরলে না বাড়ি  


জুলুমকারীর হুকুম শুনেই করেছিল ব্রাশফায়ার
বাঙ্গালীদের মেরে মেরে করে দিবে ছারকার
রাজপথে রক্ত লাল হয়েছিল তোমার
আমরা বাঙালি কি ভুলতে পারি