আকাশের নীলে এক ঝাঁক পাখি উড়ছে
আমার হৃদয় তাদের সাথে ঘুরছে
ভোরের আলোতে বেরিয়ে পড়ে
সন্ধ্যা হলে ঘরে ফিরছে
বনলতা বন পাখি , হাসিয়ে রাখে মন আঁখি
গাছের ডালে পাখির বাসা
বাতাসে বাতাসে দুলছে
সবুজ বনের অবুঝ পাখি গাছের ডালে তাদের দেখছি
পাখির ছানার কন্ঠ শুনে
আমার হৃদয়টা নাচছে