যারা শিল্পী তাদের মুখেই আছে
আনন্দ-উল্লাসের বুলি, ভুলায় বেদনা
করে চেত না মানুষকে বেঁচে থাকার দেয় বাসনা


স্বাধীনতা যুদ্ধে শিল্পীরা রেখেছে
অনেক বড় অবদান
আড়াল থেকে শুনতে মানুষ
স্বাধীনতা বেতারের গান
মনোবল বারিয়ে সে পাহাড়ের সমান


সেই শিল্পীদের জানাই হাজার হাজার সালাম
সেই শিল্পীদের জানাই হাজার হাজার প্রণাম
বাংলার মানুষ ঋণী হয়ে আছে
সেই শিল্পীদের কাছে