জীবন তো আনন্দ ময় তাহলে কিসের কিসের কেনো এতো ভয়
হাসি খুশি থাকবো আনন্দ উলাস করবো
এভাবেই ভয় কে করবো জয়
তুমি ভেবো না এতো গভীরে নেওনা একটু হালকা করে
চেয়ে দেখো ঐ আকাশে পাখিরা উড়ছে ডানা মেলে
পাখিদের ডাক চিকি মিকি থাক
পাখিদের কন্ঠ হয় মধুময়
চল না ঘুরে আসি দু জনে
হাতীবান্ধার শাল বাগানে
সেখানে পাখিরা বাসা বাঁধে
পাখিদের ডাক কিচি চিকি থাক
শুনে দেখো মন ভালো হয়