আকাশ টা মেঘে ঢাকা, আকাশ টা মেঘে ঢাকা
নদীর পথে চলছি আমি, সে পথ তো আঁকা বাঁকা
মানে না এই মন কিছু বোঝেনা
বৃষ্টিতে ভিজে জাবো কিছু যায় আসে না
এ পথে চলছি আমি একা একা


নদীর বুকে চলে নৌকা, কিনারায় পানি এসে মারে ধাক্কা
পার হয়ে যাব আমি, দেখছি কত যে নৌকা


যাবনা যাবনা নৌকায় চড়ে
দেখব হাঁসগুলি খেলা করে  
ঢেউয়ের সাথে দুলছে তারা
এই মন দেয় ইশারা