এই হাসি এই কান্না কি করে দিব বর্ণনা
হাসিতে যেন মুক্ত ঝরে
সারা পৃথিবীর সুখ তার ফরে
হাসির মাঝে পাবে অনেক সান্তনা
হাসি দিয়ে দুঃখ করে বিজয়
অপরাজয় সৈনিক সে তো হয়
জীবনটা এক যুদ্ধ জয় করো তুমি পিছু হটনা
কান্নার অপর নাম যন্ত্রনা
যন্ত্রণা থেকেই হয় লাঞ্ছনা
না কেঁদে তুমি সৃষ্টিকর্তার কাছে
করবে পার্থনা