আমি রাজি রাখো বাজি
এক ডুবে ভরা নদী হয়ে যাবো পার
আমি কাটবো সাঁতার।
তরুণ এ প্রাণে কোনো ভয়ডর নেই তো আমার।।


গা ছমছমানো শশ্মানের রাস্তায় বটগাছটায়
ঘোর অমাবস্যায় রাত দশটায়
কাকের বাসাটি থেকে কোকিল ছানাকে আমি
একা একা করি উদ্ধার।।


আহা যখনই ডাকবে কেউ আমাকে পাবে
আহা তখনই মন আমার দৌড়ে যাবে।


দুঃখী আতুরের সেবায় পরিত্রাণে আমি থাকি তাই
সবার আনন্দে আমি গান গাই
আমার নতুন চোখে পুরনো পৃথিবীটাকে
ভেঙেচুড়ে গড়ি বারবার।।